Mahendra Singh Dhoni’s former business partners Mihir Diwakar and Soumya Das filed a defamation case against him
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন তারই প্রাক্তন বিজনেস পার্টনার মিহির দিবাকর এবং সৌম্যা দাস। মাহেন্দ্র সিং ধোনির তরফে এর আগে এক চুক্তির ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছিল। মাহির তরফে দাবি করা হয়েছিল ২০১৭ সালে আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল, সেই অনুযায়ি কথা ছিল দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তুলবে তারা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তা গড়ে তোলেননি। আরও দাবি করা হয়েছিল এই কম্পানির কর্ণধার দিবাকর এবং সৌম্যা প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে এবার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করলেন তারা দুজনে। বর্তমানে রাঁচিতে অনুশীলনে ব্যস্ত রয়েছেন মাহি। চলতি আইপিএলেই ফিরবে চেনা হলুদ জার্সিতে। হয়ত এটাই তার শেষ আইপিএল হতে চলেছে।