Lucknow Super Giants won against Chennai Super Kings.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনউ সুপার জায়ান্টস। নিজেদের ঘরের মাঠে ১ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল লোকেশ রাহুলের দল। এদিন অনবদ্য ইনিংস খেলেন রাহুল এবং ওপেনার ডি কক। তাতেই সহজ জয় পেল এলএসজি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ করে চেন্নাই। শেষ দিকে ৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন ধোনি। জাদেজা করেন ৫৭। অজিঙ্কা রাহানে ৩৬ এবং মঈন আলী করেন ৩০ রান। জবাবে ব্যাট করতে নেমে এদিন দুরন্ত ছন্দে ছিলেন লখনউ-এর লোকেশ রাহুল এবং কুইন্টন ডি কক। ৫৩ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন অধিনায়ক লোকেশ রাহুল। আরেক ওপেনার অর্ধশতরান করেন। ৪৩ বলে ৫৪ রান করেন ডি কক। এরপর শেষদিকে নেমে নিজের চেনা ছন্দে ১২ বলে ২৩ রান করে দলকে জিতিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান। ৭ ম্যাচ থেকে দুই দলেরই পয়েন্ট দাঁড়ালো ৮।