Losing in the first match, Rohit is shocked to see Hardik’s captaincy
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক প্রথম ম্যাচেই হারতে হয়েছে রোহিত শর্মা, হার্দিক পন্দিয়ার দলকে। আর ম্যাচের পরই বিতর্কে নতুন অধিনায়ক হার্দিক। যেভাবে তিনি ২-৩ টি এক তরফা সিদ্ধান্ত নিয়েছেন তাতে অবাক ক্রিকেটমহল। সেই সঙ্গে উস্কে দিয়েছে রোহিত শর্মার সঙ্গে হার্দিকের ঠাণ্ডা লড়াইয়ের জল্পনা। ম্যাচেই শুরু থেকেই বিতর্কিত হার্দিককে নিয়ে ছিল সমর্থকদের টিপ্পনী। যখন টস করছিলেন হার্দিক, তখনেও আহমেদাবাদে উঠেছিল রোহিত রোহিত রব। এরপর তিনি যা করলেন, তাতে অবাক হলেন সকলেই। আইপিএলের প্রথম ম্যাচেই দলের সেরা বোলারদের প্রথম ওভার বোলিং না দিয়ে, নিজেই করতে গেলেন প্রথম ওভার। প্রথম ওভারে দিলেন ১১ রান, দ্বিতীয় ওভারে দিলেন ৯ রান। এরপর লজ্জায় পরে আনলেন বুমরাহকে। তিনি এসেই মাত্র ৪ রান দিয়ে প্রথম ওভারেই নিলেন এক উইকেট। শেষ পর্যন্ত তিনি নিলেন ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট, সেখানে তিন ওভারে ৩০ রান দিয়েও উইকেটের খাতা খুলতে পারলেন না হার্দিক। ফিল্ডিংয়ের সময় জীবনে থার্ডম্যান বা ডিপ ফাইন লেগে ফিল্ডিং না করা রোহিতকে পাঠালেন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে যা দেখে অবাক হয়ে গেলেন খোদ রোহিত। এরপর ব্যাট হাতে রোহিত ম্যাচ জয়ের ভীত গড়ে দিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ সময় হার্দিক নিজে ব্যাট না করতে এসে পাঠালেন টিম ডেভিডকে। যিনি যথেষ্ট বল নষ্ট করে কখনও হলেন তখন ম্যাচ প্রায় হাতের বাইরে। এভাবে হারের পরই বিরক্ত মুখে হার্দিকের সঙ্গে কথা বলতে দেখা গেল রোহিতকে। বুমরাহকেও বিরক্তির কথা বলতে দেখা গেল রোহিতকে। যা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি অন্দর মহলে লড়াই লেগেই গেল রোহিত – হার্দিকের মধ্যে।