On Wednesday Union Home Minister Amit Shah will hold a meeting at Patra of Buniyadpur Vidhan Sabha under Balurghat Lok Sabha constituency
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট ঘোষণার পর রাজ্যে দু’টি জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শাহ আসেন নি। বিজেপি সূত্রে খবর, বুধবার বাংলায় প্রথম জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের তথা বালুরঘাটের প্রার্থী হয়ে তিনি বাংলায় ভোটপ্রচার শুরু করবেন। বুধবার দুপুর ১২টা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর বিধানসভার পত্রায় সভা করবেন শাহ।
জানুয়ারির ও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত বুধবার সুকান্তের লোকসভা কেন্দ্রে প্রথম প্রচারসভা করবেন শাহ।