The Citizenship Amendment Act’ was enacted on Monday evening. Then on Tuesday, Chief Minister Mamata Banerjee raised questions about the validity of that law from the stage of Habra. He informed that he will not allow the citizenship of a single person in this state to be revoked
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ এর বিধি প্রণয়ন করা হয়েছে সোমবার সন্ধ্যায়। তারপর মঙ্গলবার হাবড়ার মঞ্চ থেকে সেই বিধির বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন এই রাজ্যে একজন মানুষেরও নাগরিকত্ব তিনি কাড়তে দেবেন না
সিএএ নিয়ে নিজের আপত্তির কথা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই আইনের বিধি প্রণয়ন করেছে। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এই ঘোষণায় রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস। সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সিএএ নিয়ে তিনি তাঁর মতামত জানাবেন মঙ্গলবার হাবড়ার মঞ্চ থেকে। সেই হিসাবে এদিন হাবড়ার বানীপুরের সভা মঞ্চ থেকে সিএএ নিয়ে নিজের সুর সপ্তমে চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা আমাকে যেটা জানিয়েছেন আমি সেখান থেকেই বলছি। সিএএ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী বলেন, “কাল কেন্দ্রীয় সরকার যে রুলটার কথা ঘোষণা করেছে, সেটা বৈধ কি না আমার সন্দেহ আছে। আদৌ এটা চলবে তো ?” আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
সিএএ নিয়ে নিজের আপত্তির কথা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই আইনের বিধি প্রণয়ন করেছে। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এই ঘোষণায় রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস। সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সিএএ নিয়ে তিনি তাঁর মতামত জানাবেন মঙ্গলবার হাবড়ার মঞ্চ থেকে। সেই হিসাবে এদিন হাবড়ার বানীপুরের সভা মঞ্চ থেকে সিএএ নিয়ে নিজের সুর সপ্তমে চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা আমাকে যেটা জানিয়েছেন আমি সেখান থেকেই বলছি। সিএএ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী বলেন, “কাল কেন্দ্রীয় সরকার যে রুলটার কথা ঘোষণা করেছে, সেটা বৈধ কি না আমার সন্দেহ আছে। আদৌ এটা চলবে তো ?” আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর।