Support BJP in Lok Sabha elections, Thackeray’s party will not contest any seats
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। হেভিওয়েট রাজ ঠাকরের দল জানিয়ে দিল বিজেপিকে তারা সমর্থন দেবে, পাল্টা বিজেপিও আগামী বিধানসভা নির্বাচনে সমর্থন করবে এমএনএসের প্রার্থীদের। এক প্রচারে গিয়ে এমনই জানান এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরে। সম্প্রতি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তারা। অতীতে কংগ্রেসের সঙ্গেও জোট ছিল মহারাষ্ট্রের এই দলে। তবে শেষ পাঁচ বছরে এই রাজ্যের রাজনীতিতে বহু বিতর্কই হয়েছে। এর মধ্যে শিবসেনার সরকারও পরে বেঁচে। উদ্ধব ঠাকরেকে সরিয়ে মহারাষ্ট্রে এখন নতুন মুখ্যমন্ত্রী। ফলে বিধানসভায় আসন বাড়াতে গেলে লোকসভা ভোটে কিছুই ছাড়তেই হত রাজ ঠাকরের দলকে। এবারের লোকসভা নির্বাচনে ২টি আসনে লড়তে চেয়েছিল এমএনএস। কিন্তু জোটসঙ্গী বিজেপি রাজি হয়নি , ফলে একটি আসনে লড়তে তারা রাজি ছিলেন না। এমনিতেই মহারাষ্ট্রে অন্তর্কলোহের জন্যে বেশ চাপেই রয়েছে বিজেপি। তাই কেন্দ্রের শাসক দলের থেকে একটিও আসন না নিয়ে বন্ধুত্বের হাত বাড়াল ঠাকরের দল। পাল্টা বিধানসভায় সেই বন্ধুত্বের দাম দেবে বিজেপি, এই আশায় ঠাকরে শিবির।