BJP lost the Lok Sabha elections in the center of Ram Mandir.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে রামমন্দিরের কেন্দ্রেই হেরে গেল বিজেপি। সেখান থেকে জিতলেন সমাজবাদি পার্টির প্রার্থী। জিতেই তার গলায় শোনা গেল, রামের স্তুতি। এবারের লোকসভা ভোটের আগে উত্তর প্রদেশের রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং রামমন্দির উদ্বোধন নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল হয়েছিল। একদল সরাসরি বিষয়টিতে বিজেপির ভোটের প্রচার হিসেবে দাবি করেছিল, পাল্টা বিজেপিও তাঁদের গায়ে সেঁটে দিয়েছিল রাম বিরোধী তকমা। কিন্তু আদতে উত্তর প্রদেশের মানুষের মন জিততেই ব্যর্থ হল বিজেপি, অযোধ্যায় রামমন্দীর যে কেন্দ্রে রয়েছে, সেই ফৈজাবাদেই হেরে গেল বিজেপির প্রার্থী। সেখান থেকে জয় পেলেন আওয়াদেশ যাদব। জিতে এসেই তিনি বললেন, বিজেপি যাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল, তাঁদের ঘর বানিয়ে দেবেন তাঁরা।