BJP lost in 3 centers due to wrong strategy in Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপির ভুল চালেই তৃণমূল কংগ্রেস সুযোগ পেয়ে গেল বাংলায়, বলতে শোনা যাচ্ছে কর্মিদের মুখে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজের কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে গেছিল বিজেপি, কিন্তু সেখানে বিপুল ভোটেই পরাজিত হন দিলীপ ঘোষ । পাল্টা আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পলকে মেদিনীপুরে লড়াইয়ের জন্য নিয়ে আসে বিজেপি, কিন্তু সেখানে তিনি জুন মালিয়ার বিপক্ষে পরাস্ত হলেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময়ই উত্থান বিজেপির। এরাজ্যে ২ থেকে ১৮ সাংসদ হয়েছিল ২০১৯ নির্বাচনে। এরপর বিধানসভায় ৭৭টি আসন পায় বিজেপি, কিন্তু রাজ্য সভাপতি পদ থেকে তিনি সরে দাঁড়াতেই সমস্যার সূত্রপাত হয়। এবার তাঁর কেন্দ্র পরিবর্তন করতেই বিপত্তি ঘটল, তিনি নিজে হেরে গেলেন, একই সঙ্গে তাঁর জেতা কেন্দ্র খোয়ালো বিজেপি। পাশাপাশি বর্ধমান দুর্গাপুরের গতবারের জয়ী প্রার্থী এসএস আহলুওয়ালিয়াও হেরে গেলেন আসানসোল থেকে।