NDA on the way to the third government, Narendra Modi’s big message
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অষ্টদশ লোকসভার ফল বেরোনোর পরই বোঝা গেছে, কেন্দ্রে সরকার গড়বে বিজেপি সরকারই। এরই মধ্যে বিজেপির দফতরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, তার পরবর্তী লক্ষ্যের কথা। নরেন্দ্র মোদী নিজের কেন্দ্র বারাণসীতে জিতলেও উত্তর প্রদেশের পারফরমেন্স ভালো করেনি বিজেপি, বরং হারতে হয়েছে বহু সিটে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, মোদী দেশবাসিকে গ্যারান্টি দিচ্ছে আগামী পাঁচ বছরে দেশ একাধিক নতুন অধ্যায় লিখতে চলেছে। সাধারণ মানুষের ভালোবাসাই তাঁকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত উদ্বুদ্ধ করতে থাকে। এই ফলাফল ঐতিহাসিক। এই প্রথম ১৯৬১ সালের পর কোনও সরকার টানা তৃতীয়বার সরকারে আসতে চলেছে, ফলে এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রদেশ, সিকিম,ওড়িশা, অন্ধ্র প্রদেশে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাওয়ায়, বিজেপির জয় হিসেবেই তা দেখছে নেতৃত্ব।