Prime Minister Narendra Modi’s important woman leader Smriti Irani lost in Amethi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেল বিজেপি। গতবারের জেতা সিট, আমেঠিতেই হেরে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী স্মৃতি ইরানি। আমেঠি থেকে রাহুল গান্ধি না দাঁড়ানোর পরই, তিনি দাবি করেছিলেন ভয় পেয়েছেন রাহুল। সেখানে কংগ্রেসের প্রার্থীকে সেভাবে গুরুত্বই দেননি তিনি। বিজেপিও ধরে নিয়েছিল, এই আসনে সহজ জয়ই আসতে চলেছে। কিন্তু সেই অঙ্ক ঘুরে গেল লোকসভার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই। কংগ্রেসের কেএল শর্মার কাছে হেরে গেলেন স্মৃতি ইরানি। হারের পর তিনি বললেন, মানুষের এই রায় মাথা পেতে নেব। নরেন্দ্র মোদী এবং যোগি আদিত্যনাথের সরকার, উত্তর প্রদেশে গত ৫ বছরে যে কাজ করে দেখিয়েছে. গত তিরিশ বছরেও সেখানে হয়নি। উত্তর প্রদেশ থেকে যে বিজেপি নেতারা সাংসদে যাচ্ছেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।