More than 11 crore voters will vote in 58 constituencies of the country, the fate of 889 candidates will be decided
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট চলছে। ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। ১১ কোটিরও বেশি ভোটার ভোট দেবেন দেশের ৫৮টি আসনে। ভাগ্য নির্ধারণ হবে ৮৮৯ জন প্রার্থীর।
গুরুত্বপূর্ণ প্রার্থী কারা রয়েছেন দেখে নেওয়া যাক :-
ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন •কংগ্রেসের কানহাইয়া কুমার (উত্তর-পূর্ব দিল্লি)। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। •নতুন দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরির। •হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (কারনাল), শিল্পপতি নবীন জিন্দল (কুরুক্ষেত্র) এবং কংগ্রেসের রাজ বব্বর (গুরুগ্রাম)।•পুত্র বরুণ গান্ধীকে টিকিট না দিলেও মা মেনকাকে এ বারও উত্তরপ্রদেশের সুলতানপুরে প্রার্থী করেছে বিজেপি। •আজমগড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ প্রার্থী করেছেন তাঁর তুতো ভাই ধর্মেন্দ্রকে। •নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য রাধামোহন সিংহ বিহারের পূর্ব চম্পারণ এবং •ধর্মেন্দ্র প্রধান ওড়িশার সম্বলপুরে প্রার্থী। •ওড়িশারই পুরীতে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র লড়াইয়ে রয়েছেন। অনন্তনাগ-রাজৌরিতে পিডিপি সভানেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রয়েছেন ভোটের লড়াইয়ে।