In the sixth phase, the voting in Bengal was about 80 percent
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ষষ্ঠদফায় বেশ ভালোই ভোট পড়ল বাংলায়। পশ্চিমবঙ্গের আট কেন্দ্রে সার্বিক ভোটের গড় ৭৭.৯৯ শতাংশ। এর মধ্যে সবার ওপরে রয়েছে ভোটদানের ক্ষেত্রে বাঁঁকুড়ার বিষ্ণুপুর, যেখানে সম্মুখ সমরে লড়াই করছেন সৌমিত্র খাঁ এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল, সেখানে বিকেল পাঁচটা পর্যন্ট ভোট পড়েছে ৮১.৪৭ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মেদিনীপুরের তমলুক, সেখানে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। ঝাড়গ্রামেও বেশ ভালো ভোট পড়েছে, সেখানে ভোটের শতাংশ ৭৯.৬৮। ঘাটালে দেব বনাম হিরণের লড়াই হচ্ছে। সেই কেন্দ্র শনিবার সকাল থেকেই বেশ উত্তপ্ত ছিল। হীরন চট্টোপাধ্যায় দাবি করেছিলেন ভোট সন্ত্রাসের, তবে সেখানেও ভোট পড়েছে ৭৮.৯২ শতাংশ। মেদিনীপুরে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ, বাঁকুড়াতে ভোট পড়ল ৭৬.৭৯ শতাংশ। কাঁথি এবং পুরুলিয়া এক্ষেত্রে সবার পিছনে রয়েছে। কাঁথিতে ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ এবং পুরুলিয়ায় ভোটের হার ৭৪.০৯। অবশ্য প্র্যতেকটি ক্ষেত্রেই ভোটের হার আরও কিছুটা বাড়বে চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত।