The fifth phase of the Lok Sabha polls was an overall peaceful election except for scattered disturbances
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সাত কেন্দ্রে ভোট মোটের অপর শান্তিপূর্ব ভাবেই শেষ হল। পঞ্চম দফায় কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলেও বড়সড় কোনও ঘটনা ঘটেনি। বনগাতে বিজেপির কর্মীরা আক্রান্ত হন, এক্ষেত্রে অভিযোগ তৃণমূলের দিকে। তাঁদের দেখতে হাসপাতালে ছুটে যান সেই কেন্দ্রের প্রার্থী শান্তনু ঠাকুর। কল্যাণীতে তৃণমূল কাউন্সিলর নিবেদিতা দেবি দাবি করেন কেন্দ্রীয় বাহিনী তাঁকে হেনস্থা করেছেন। এদিকে ডানকুনিতে শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেয় বাহিনী। হাওয়ার ষষ্ঠিতলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ডোমজুরসহ বেশ কয়েকটা জায়গায় বুথ জামের অভিযোগ তোলে বিরোধীরা। দিপ্সিতা ধর দাবি করেন, তাঁর এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বালিতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তাঁরা।