Why are veterinary doctors being asked to vote? Public interest case filed in High Court
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:পশু চিকিৎসক বা ভেটেনারি ডাক্তারদের কেন আসন্ন লোকসভা নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়েছে? এই মর্মে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলায় দাবী করা হয়েছে অন্যান্য সরকারি কর্মীদের মতো পশু চিকিৎসকদেরও ভোটে কাজ করতে হবে। মামলা কারীর দাবি, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভোটের কাজে অংশগ্রহণ করতে বলা যায় না। কারণ ভোটে অংশগ্রহণ করার ক্ষেত্রে তার আগে থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ পর্ব চলে। এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করতে গেলে চিকিৎসা দানের মত জরুরি পরিষেবা ব্যাহত হবে। ফলে ভেটেনারি ডাক্তারদের অবিলম্বে ভোট প্রক্রিয়ার বাইরে রাখা হোক। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা কারীর আইনজীবী। বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে ডিভিশন বেঞ্চ।