The girls of the country lost, Brijbhushan won. Retired Indian wrestler Sakshi Malik said in a post on X.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সাক্ষী মালিক বৃহস্পতিবার প্রাক্তন ডাব্লুএফআই প্রধান ব্রিজ ভূষণ শাহরান সিংয়ের ছেলে করণকে উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে বেছে নেওয়ার জন্য বিজেপিকে কটাক্ষ করেছেন , বলেছেন যে এই সিদ্ধান্ত দেশের কন্যাদের পরাজিত করেছে।
কুস্তিগীররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান থাকাকালীন মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এবং তার গ্রেপ্তারের দাবিতে কয়েক মাস ধরে যন্তর মন্তরে বসেছিলেন।
প্রভাবশালী জাঠ নেতা, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণকেই টিকিট দিতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে যৌন হেনস্তায় অভিযুক্ত নেতাকে টিকিট দেওয়া নিয়ে সংশয় ছিল দলের অন্দরেই। আদালতের দ্বারস্থ হয়েও যৌন হেনস্তার অভিযোগে নির্দোষ প্রমাণিত হতে পারেননি ব্রিজভূষণ। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে তাঁর ছেলেকে। তবে এই সিদ্ধান্তে খুশি ব্রিজভূষণ।