Salim entered the booth and brought out the fake agent
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চলছে তৃতীয় দফার নির্বাচন ৷ ভোটের দিন সকাল থেকেই একাধিক অশান্তির ঘটনা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ৷ গোপীনাথপুর শিশু শিক্ষাকেন্দ্রের বুথে ঢুকে তৃণমূলের জাল এজেন্টকে টেনে বের করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।
আরও এক ভুয়ো ভোটারকে ধরে বুথ থেকে বের করে পুলিশের হাতে তুলে দিলেন সেলিম। ঘটনাটি লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া ৬৩ নম্বর বুথের। ধৃতের নাম আজিমুদ্দিন শেখ। তিনি নির্দল প্রার্থী রফিকুল ইসলামের বুথ এজেন্টের পরিচয় দিয়ে বুথে ঢুকেছিলেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া ৪০ নম্বর বুথে ভোটদানে বাধার অভিযোগ সেলিমের । সিপিএম প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের । তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মহম্মদ সেলিম ৷