The polling rate in Bengal till 1 pm is about 55 percent
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুপুর ১টা পর্যন্ত বাংলার আট আসনে গড় ভোটদানের হার ৫৪.৮ শতাংশ। ভোটদানের হারে ঘাটালকে পিছনে ফেলে আবারও এগিয়ে গেল তমলুক। প্রথম চার ঘণ্টায় ভোটদানের হারে দেশের মধ্যে এগিয়ে থাকল পশ্চিমবঙ্গই। এরাজ্যে ভোট পড়েছে ৩৬.৮৮ শতাংশ। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড ২৭.৮ শতাংশ। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ২৭.০৬ শতাংশ। এছাড়াও বিহারে ২৩.৬৭ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২৩.১১ শতাংশ, হরিয়ানাতে ২২.০৯ শতাংশ, দিল্লিতে ২১.৬৯ শতাংশ এবং ওড়িশাতে ২১.৩ শতাংশ ভোট পড়েছে।