Road show of two Pathans in Baharampur! Younger brother Irfan Pathan campaigned for Yusuf
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তারকা সমাবেশে জমজমাট বহরমপুর৷ দাদার হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান৷ অধীর গড়ে হল দুই পাঠান ভাই-এর রোড শো৷ দাদার হয়ে জমিয়ে ভোটপ্রচার করলেন ছোটে পাঠান৷
বহরমপুরে কংগ্রেসের পাঁচ বারের সাংসদ তথা প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার দাদা ইউসুফের হয়েই বহরমপুরে প্রচারে এসেছেন ইরফান। বেলডাঙা থেকে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন দুই ভাই৷ হুডখোলা গাড়িতে করে প্রচার সারেন তিনি৷ তার ফাঁকে ফ্যানেদের আবদারও রাখেন তিনি
আগামী ১৩ মে বহরমপুরে ভোট। ১১ তারিখ প্রচারের শেষ দিন। তার ৪৮ ঘণ্টা আগে দুই পাঠানকে দিয়ে রোড-শো করিয়ে প্রচারে ঝড় তোলাই তৃণমূলের লক্ষ্য৷