In the fifth round of voting, the average voter turnout in Bengal is about 73 percent till 5:00 p.m.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় ভালোই ভোট পড়ল বাংলায়। মোট সাতটি আসনে এদিন ভোট হয়, তাঁর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে হুগলির আরামবাগে। এখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৯০ শতাংশ। পূর্ণাঙ্গ হিসেবে এলে এই সংখ্যা যে ৮০ ছাপিয়ে যাবে তা বলাই যায়। বাংলার এদিনের ভোটের গড় প্রায় ৭৩ শতাংশ, বিকেল পাঁচটা পর্যন্ত। ৭৫.৭৩ শতাংশ ভোট পড়ে বনগাঁতে। হাওড়ার উলুবেড়িয়াতেও বেশ ভালো ভোট পড়ে। ৭৪.৫০ শতাংশ ভোট পড়ে সেখানে। লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ কেন্দ্র হুগলি। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৭৪.১৭ শতাংশ। শ্রীরামপুরে ভোট পড়েছে ৭১.১৮ শতাংশ। হাওড়া এবং ব্যারাকপুর দুই জেলার দুই কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের শতাংশ ছিল ৬৮.৮৪। সাতটি কেন্দ্রের মধ্যে চারটি গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস, তিনটি রয়েছে বিজেপির ঝুলিতে। শেষ পর্যন্ত কি ফল আসবে, জানা যাবে ৪জুন।