TMC candidate Debanshu accused of vote rigging in Nandigram The Commission said, it is baseless
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ষষ্ঠ দফার ভোটে দিকে দিকে অশান্তির ঘটনা ঘটল। এরই মধ্যে তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এক ভিডিয়ো দিয়ে দাবি করেন যে নন্দীগ্রামের সোনাচূড়া অঞ্চলের এক বুথে অবাধে ছাপ্পা চালানো হচ্ছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশ্ন ওঠে বুঝের ভিতর ইভিএমের কাছে জটলা পাকানো এত লোক কোথা থেকে এল, এরা কারা। তৃণমূলের প্রার্থীর অভিযোগের পরই জেলাশাসকের রিপোর্ট চেয়ে পাঠানো হয়। এরপর তড়িঘড়ি সোনাচূড়ার সেই বুথের সিসিটিভি ফুটেজও দেখে কমিশন। এরপর নির্বাচন কমিশনের থেকে জানিয়ে দেওয়া হয়, নন্দীগ্রামের সেই বুথে কোনওরকম ছাপ্পা দেওয়ার ঘটনা ঘটেনি। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের করা অভিযোগ তারা খন্ডন করে দেন। যদিও বুথের ভিতর কেন এত মানুষ ভীড় করে রয়েছে, তার উত্তর এখনও অধরা।