Eighteenth Lok Sabha election is going on. Today, Saturday is the sixth phase of polling across the country.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ষষ্ঠ দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, হরিয়ানার ১০টির মধ্যে সবগুলি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছ’টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে চারটিতে ভোটগ্রহণ হচ্ছে।
•ঘড়িতে ১২.৩১ – হরিয়ানার কৈথলে ভোট দিলেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা।
•ঘড়িতে ১২.০৫ – সপরিবার ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোট দিলেন তাঁর ৯৫ বছর বয়সি পিতাও।
•ঘড়িতে ১.৪৫ – ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনী রাঁচী লোকসভা কেন্দ্রে ভোটদান করেন।
•ঘড়িতে ১০.৫৩ – পুত্র-কন্যাকে নিয়ে ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধী। ভোট দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের ক্ষোভ এক পাশে রেখে সংবিধান এবং গণতন্ত্রের পক্ষে ভোট দিচ্ছি। আমি এই নিয়ে গর্বিত।’’
•ঘড়িতে ১১.৩৪ – দিল্লিতে সপরিবার ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। স্ত্রী সুনিতার পাশাপাশি তাঁর মা-বাবাও তাঁর সঙ্গে ভোট দিয়েছেন।
•ঘড়িতে ৯.৫২ – ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
•ঘড়িতে ১০.১ – দিল্লিতে ভোট দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধীকে।