BJP conflict in Kanthi?The candidate against Soumendu is a former BJP leader
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভার ময়দানে হঠাৎই চর্চায় কাঁথি। এই কেন্দ্র থেকে দীর্ঘদিন শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে আসছে। সম্প্রতি সেই কেন্দ্রে আর না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিশির বাবু। এরপর তাঁর পুত্র সৌম্যেন্দু অধিকারীকে বিজেপি টিকিট দেয় সেই কেন্দ্র থেকে। তৃণমূল করা অধিকারী পরিবার এখন পুরোপুরি বিজেপি। দাদা দিব্যেন্দু অধিকারও তৃণমূল ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে এবার বিজেপির প্রার্থীর বিরোধীতা সরব হল এলাকার আদি বিজেপিরা। হিন্দু মহাসভার তরফ থেকে প্রার্থী করা হল বিজেপির প্রাক্তন নেতা বিদেশ মাইতিকে, তারপরই শুরু হয়েছে জল্পনা। মেদিনীপুরে বিজেপির অন্দরেই কি তবে রয়েছে অন্তর্কোন্দল। সৌম্যেন্দু কি বিপাকে পড়বেন এই সিদ্ধান্তের ফলে, নাকি একান্তই রাজ্যের শাসক দলের উস্কানিতে এই ঘটনা ঘটিয়েছেন বিজেপির প্রাক্তন নেতারা, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।