Three members of the Dev Gowda family will fight for public service
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এ যেন প্রাইভেট কলেজের ক্যাম্পাসিং। কোথাও না কোথাও কাউকে সুযোগ করে দেওয়া হয়। এমনই অদ্ভুত ঘটনা ঘটল তামিল নাড়ুর রাজনীতিতে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পরিবারের তিন সদস্য এক সঙ্গে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। তাও আবার দুটি ভিন্ন পার্টির হয়ে। তামিল নাড়ুর মান্ড কেন্দ্র থেকে প্রত্যাশা মতোই টিকিট পেয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেবগৌড়া করে পুত্র কুমারস্বামি। দেবগৌড়ার নাতি প্রোজ্জ্বল লড়ছেন জেডিএসের টিকিটেই হাসান কেন্দ্র থেকে। অর্থাৎ এই দুজন লড়ছে জেডিএসের হয়ে ।
কিন্তু পরিবারের বাকি সদস্যদের কি হবে? তারা সুযোগ না পেলে তো আবার সংসারে অশান্তি লগ্নে। অগত্যা জোটসঙ্গী বিজেপির থেকে নিজের জামাইকে প্রার্থী করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তার জামাই সিএন মঞ্জুনাথ নির্বাচনে লড়বেন। উল্লেখ্য এই সেই বিজেপি, যারা কুমারস্বামির সরকার ফেলতে সব রকম চেষ্টা করেছিল। অবশ্য শোনা যাচ্ছে, ৩ সদস্য টিকিট পাওয়ার পরিবারের অনেকেই অসন্তুষ্ট তারাও সুযোগ না পাওয়ায়। পরিবারতন্ত্র নিয়ে কথা বলা বিজেপি নেতারাও অবশ্য এক্ষেত্রে নিজেরাও ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছে না।