Lok Sabha elections under the Prime Minister’s eye
Strong speculations about Bengal tour.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
শনিবার ১৭তম লোকসভা অধিবেশনের অন্তিম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রআসন্ন লোকসভা ভোটে ৪০০ বেশি আসনে জিতবে NDA। যেখানে বিজেপি একাই পাবে ৩৭০ আসন। লোকসভা অধিবেশনে এমনই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল মোদির গলায়। আবার সম্প্রতি বাংলায় এসে অমিত শাহও লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, এ রাজ্যে ৩৫টি আসন পাবে বিজেপি। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে বাংলার ফলাফলে যে বিশেষ নজর থাকবে পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্বের, তা বলাই বাহুল্য।
নির্বাচনী কমিটির বৈঠক প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি বঙ্গ বিজেপি। ২০২৪-এ লোকসভা নির্বাচনে যে সমস্ত আসনগুলোতে বিজেপি পরাজিত হয়েছিল সেই সকল পরাজিত আসন গুলো নিয়েই মূলত আলোচনা হয় গত সপ্তাহে। রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের কাছে ইতিমধ্যেই বহু নামের তালিকা এসে পৌঁছেছে। এটাই বলেছিলাম আসন হারানো সিটগুলোতে কাদের গুরুত্ব দেওয়া হবে কেই বা প্রার্থী হতে পারেন তা নিয়ে বঙ্গ বিজেপি এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। ফেব্রুয়ারী শেষ অথবা মার্চের প্রথম দিকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন বঙ্গ সফরে। তারপরে পরে ই মার্চের দ্বিতীয় সপ্তাহ তেই হয়তো বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।