Lokesh Rahul was ruled out of the third Test against England
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল। কারণটা খুব স্পষ্ট তিনি ফুল ম্যাচ ফিট নন। বিসিসিআইয়ের তরফে শেষ তিন টেস্টের দল ঘোষণার সময়ই জানানো হয়েছিল রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুল, চোট কাটিয়ে ওঠা দুই ক্রিকেটারকেই ফিটনেশ পরীক্ষায় পাশ করে দলে যোগ দিতে হবে। জাদেজা দলের সঙ্গে যোগ দিলেও রাহুল কিছুটা দেরি করছিলেন রাজকোটে যোগ দিতে। তাতেই অনুমান করা গেছিল তিনি হয়ত সম্পূর্ণ ফিট নন। সেটাই প্রমাণ হল বোর্ডের মেডিকাল টিমের তরফে তাকে ছাড়পত্র না দেওয়া হওয়ায়। তৃতীয় টেস্ট শুরুর তিন দিন আগেই তার ছিটকে যাওয়া প্রশ্ন তুলে দিল, রাহুল কি চোট লুকিয়ে যেতে চেয়েছিলেন। এনসিএতে কি পর্যাপ্ত রিহ্যাব হয়নি তার। স্রেফ তৃতীয় টেস্ট নাকি তার পরের দুই টেস্টেও অনিশ্চিত তিনি। কেএলের ছিটকে যাওয়ায় রোহিতের যে চাপ বাড়ল, তা বলাই যায়।