Lokesh Rahul is not in the third Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সেই ম্যাচের আগেই ভারতীয় ক্রিকেট দলকে বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তার মতে, ঋষভ পন্থ দলে যোগ দেওয়ার আগে অন্য কোনও উইকেটরক্ষককেও সুযোগ দিয়ে দেখে নেওয়া উচিত টিম ইন্ডিয়ার। কারণ সাতটি টেস্ট ম্যাচ খেললেও শ্রীকর ভরতের ব্যাট থেকে এসেছে মাত্র ২২১ রান। টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ২০। এই পরিসংখ্যান নিয়ে তাকে সুযোগ দেওয়ার কোনও মানেই হয়না বলে মনে করেন মঞ্জরেকর। কারণ পন্থ সুস্থ হয়ে গেলে তিনি দলে ঢুকতে পারেন সহজে। সেক্ষেত্রে অন্য কোনও উইকেটরক্ষক ব্যাটার নিজেকে প্রমাণের সুযোগই পাবেন না।
ভরত এতবার ব্যর্থ হওয়ার পরেও যদি তাকে আরও সুযোগ দেওয়া হয়, তাহলে বাকিদের ব্রাত্য করা হবে বলেই মন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয়ের। বিশেষত তৃতীয় টেস্টের দলে ভরত ছাড়াও তিনজন উইকেটরক্ষক রয়েছে। সরফরাজ খান এবং ধ্রুব জুড়েল দুই নবাগত টেস্ট দলে। ধ্রুব জুড়েল উইকেটরক্ষক হিসেবেই খেলেন। সরফরাজ খানও উইকেটের পিছনে মাঝেমধ্যেই গ্লাভস হাতে দা়ড়ান। করতে পারেন পার্ট টাইম স্পিন বোলিংও। এদিকে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল। স্কোয়াডে নাম থাকলেও তৃতীয় টেস্টের জন্য ফিট নন রাহুল।