As soon as speculation started that Calcutta High Court Justice Abhijit Gangopadhyay would step down from Hista, there was also a strong speculation about his candidate path.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার এই জল্পনা শুরু হতেই তার প্রার্থী পথ নিয়েও একটা জোর জল্পনা শুরু হয়েছিল।বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পরেই তার পরবর্তী পদক্ষেপ নিয়োগ মানুষের কৌতূহল ছিল চোখে পড়ার মতন।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক বিজেপিতে যোগদান করার পরেই তাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমোট। হাজার হাজার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করেছেন বলেও যদি মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিম ো কটাক্ষের ২৪ ঘন্টার মধ্যেই গত কয়েক দিন ধরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা এলাকা থেকে শুরু করে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আনুষ্ঠানিকভাবে বিজেপির পক্ষ থেকে কুড়িজনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণাই করেনি বিজেপি।বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের পদ্মফুল প্রতীক লিখে দেওয়াল লিখন শুরু হল।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে হরিপুরে শুধু নয়, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নামাকৃত পদ্মফুল প্রতীক লিখন শুরু করলো।তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন ” এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উত্সাহী কর্মী সমর্থকরা দেওয়ার লিখন শুরু করেছে “।