Tuesday in the third round of electionsThe voting rate in Bengal is around 50 percent till 1 pm
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বেলা যত বাড়ছে, বাংলায় ভোটের হারও বাড়ছে। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে সকাল ১১টা পর্যন্ত প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছিল। বেলা ১টায় সেই শতাংশ গিয়ে দাঁড়াল প্রায় ৫০ শতাংশে! ভোটদানের হারে সবথেকে এগিয়ে মুর্শিদাবাদ। বেলা ১টা পর্যন্ত বাংলার ৪ টি লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৯.২৭ শতাংশ। কোন কেন্দ্রে কত ভোট পড়েছে তা দেখে নেওয়া যাক এক নজরে।
বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৪৯.২৭ শতাংশ।মালদহ উত্তর – ৪৭.৮৯ শতাংশ।
মালদহ দক্ষিণ – ৪৮.৬৫ শতাংশ।
মুর্শিদাবাদ – ৫০.৫৮ শতাংশ
জঙ্গিপুর – ৪৯.৯১ শতাংশ
ভগবানগোলা (উপনির্বাচন) – ৪৬.৪০ শতাংশ