Posters, banners should be removed from the Kolkata Municipal Area within 24 hours of the implementation of the Code of Conduct. Kolkata municipality will help in this work.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
আদর্শ আচরণবিধি চালুর ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুরসভা এলাকা থেকে পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে। এই কাজে সাহায্য করবে কলকাতা পুরসভা। কলকাতা-সহ দুই ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জানাল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস।
বুধবার ওই তিন জেলার আধিকারিকদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক হয়। সেখানেই বলা হয়, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে শহরজুড়ে লাগানো এমন সব পোস্টার খুলে ফেলতে হবে।
কমিশন সূত্রে খবর, অন্য জেলার ক্ষেত্রেও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কলকাতার ক্ষেত্রে পুরসভায় ওই কাজ করে থাকে। তাই আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হল।