Hooghly Lok Sabha constituency at a glance. Composition, who will have the last laugh in the locket fight? The focus is on that now
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বাংলার মানুষের নজর কেড়েছে হুগলি লোকসভা কেন্দ্র।একদা সহকর্মী, আজ প্রতিপক্ষ।রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়ের লড়াইয়ের দিকে তাকিয়ে বাংলার মানুষ।
২০২৪-এ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাংলায় ৪২ টি আসনের নির্বাচন সমাপ্তি ঘটবে ১লা জুন। প্রতি নির্বাচন গুলোতেই বেশ কয়েকটি কেন্দ্র অবশ্যই নজর ক কাড়ে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলার নজর কারা কেন্দ্র হুগলী। টলিউডের দুই প্রাক্তন অভিনেত্রীর লড়াই এখন মুখোমুখি। দিদি নাম্বার ওয়ান এর সেট থেকে সরাসরি ভোটের ময়দানের রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত শুধু নয়, হুগলিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্নাদে নাককে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
২৪ এর লোকসভা নির্বাচনের দামামা বেজে যেতেই হুগলিতেই সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে পোস্টারে ছয়লাঠ।বিগত ৫ বছরে ইটাচুনা খন্যান অঞ্চলে একদিনও লকেট দিদির দেখা নাই, তাই এইবারে এখানে বিজেপির ভোটও নাই’, এমনই পোস্টার পড়ল পাণ্ডুয়ার খন্যান কলেজ সংলগ্ন এলাকায়। গত পাঁচ বছর ধরে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবারও লোকসভা ভোটে তাঁকেই টিকিট দিয়েছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায় প্রচারও শুরু করে দিয়েছেন জোর কদমে। ২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায় পরাজিত করেছিলেন তৃণমূলের রত্না দে নাগকে। রত্না এখন পাণ্ডুয়ার বিধায়ক। লকেট ২০২১ সালে চুঁচুড়া বিধানসভায় প্রার্থী হয়ে তৃণমূলের অসিত মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন। আবারও লোকসভায় লড়াই করছেন।