Rajmata of what? We are all subjects now! If you are a king, sit in the palace,” said the Chief Minister in Krishnanagar.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
৪২ টা লোকসভা কেন্দ্রের প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাক্তারের পরামর্শে দীর্ঘ সময় তিনি বিশ্রামে থাকার পরে ধীরে ধীরে তিনি কাজ শুরু করেন। দুয়ারে লোকসভা নির্বাচন তাই অসুস্থ শরীর নিয়ে আর বসে থাকতে পারলেন না। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রথম নির্বাচনী জনসভা শুরু করলেন কৃষ্ণনগরে।
রবিবাসরীয় শারীরিক অসুস্থতা শেষে রবিবার কৃষ্ণনগরের মহুয়া মৈত্রর সমর্থনে সভা করে লোকসভার প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। কৃষ্ণনগরের সভা থেকেই তিনি বিজেপি প্রার্থী প্রসঙ্গে বলেন,কিসের রাজমাতা আমরা এখন সবাই প্রজা। রাজা হলে রাজপ্রাসাদেই বসে থাকুন।বাংলায় আমরা একাই লড়ছি। বিজেপিকে হারাতে আমরা একাই সক্ষম।
মতুয়ারা মনে রাখবেন বড়মা বেঁচে থাকাকালীন আমি তাঁর চিকিৎসা করিয়েছিলাম। ভুলেও সি এ এ আবেদন করবেন না। অনুপ্রবেশকারী হয়ে যাবেন। আগে বিজেপি নেতাদের করতে বলুন।