Former Rajya Sabha member and potential candidate for Barahnagar assembly constituency Doctor Shantanu Sen is among the star campaigners in Lok Sabha.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
লোকসভা নির্বাচনে বাংলার জন্য তারকা প্রচারকের তালিকা ঘোষণা করলস র্বভারতীয় তৃণমূল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের x হ্যান্ডেলে মোট ৪০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন নবীন প্রবীণ এবং অভিনয় ও ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব।
এক নজরে দেখে নেওয়া যাক তৃণমল কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকায় ঠিক কারা কারা স্থান পেয়েছেন।
লোকসভা নির্বাচনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক হিসাবে শীর্ষে রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই নাম রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
লোকসভার নির্বাচন ২০২৪ এর শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় যেমন নবীন প্রবীণ সংখ্যালঘু মহিলা যে সমন্বয় রেখে করা হয়েছে ঠিক তেমনি , তারকা প্রচারকের তালিকায় সেই সমন্বয়ে বজায় রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।দলের প্রবীণ ব্রিগেডের নেতাদের মধ্যে যেমন সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পেয়েছেন, তেমনই নবীন প্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডাক্তার শান্তনু সেন, দেবাংশু ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদারাও রয়েছেন। কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মমতা ঠাকুররাও রাজ্যজুড়ে শাসকদলের প্রচার করবেন।
তারকা প্রচারকের তালিকায় স্থান পেয়েছে সেলিব্রিটিরাও। এই তালিকায় রয়েছেন অভিনেতা দেব, শতাব্দী রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সীদের মতো তৃণমূলের পুরনো মুখ। আবার ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাসদের মতো নবাগতরাও থাকছেন তারকা প্রচারকের তালিকায়। প্রচারে ঝড় ইতিমধ্যেই তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শহর শহরাঞ্চলে জোড় কদমে চলছে প্রচার অভিযান।
মঙ্গলবার বরাহনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। বরানগর বিধানসভা কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস এখনো তাদের প্রার্থী পথ ঘোষণা করেনি। তাহলে কি বিজেপির জন্যই অপেক্ষা করছিল তৃণমূল কংগ্রেস?। তাপস রায় বরানগর বিধানসভা কেন্দ্রের তিনবারের বিজয়ী প্রার্থী। ২০২১ এর বিধানসভা নির্বাচনে অভিনেত্রী পার্ন মিত্রকে প্রায় ৩৪ হাজার ভোটে পরাজিত করেছিল। ছবি পাল্টে গিয়েছে বরাহনগরে। তৃণমূলের তাপস এখন পদ্ম শিবিরের নাম লিখিয়েছে। বরানগর বিধানসভা কেন্দ্রের একাধিক নাম উঠে আসছে তবে সব ঠিকঠাক থাকলে বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন ডাক্তার শান্তনু সেন। তার নাম ঘোষণা করা এখন শুধু সময়ের অপেক্ষা!
দীর্ঘদিনের স্থানীয় রাজনীতি থেকে বরাহনগর পুরসভার ভাইস চেয়ারম্যান হওয়া দিলীপনারায়ণ বসুকে অনেকটাই পেছনে ফেলেছেন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু সেন। সংসদীয় রাজনীতির অভিজ্ঞতাকেই প্রাধান্য দিতে চাইছে তৃণমূল কংগ্রেস । একদিকে অভিজ্ঞতা দ্বিতীয়তঃ রাজ্যসভায় দীর্ঘদিনের সাংসদ থাকার এবং কাজের অভিজ্ঞতা কে প্রাধান্য দিয়েই এবার বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চলেছে ডাক্তার শান্তনু সেনকে। এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রের খবর।