Voting in 49 centers in the fifth phase on Monday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার ২০ মে। এই দফায় দেশটির ৮ রাজ্যের/কেন্দ্রশাসিত অঞ্চল ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে। বিহারের ৭টি আসনে, ঝাড়খণ্ডে ৩টি, মহারাষ্ট্রে ১৩টি, ওড়িশায় ৫টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং জম্মু ও কাশ্মীর, বাংলার ৭ কেন্দ্রে এবং লাদাখে একটি করে আসনে ভোটগ্রহণ রয়েছে।
পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ করা হবে। সেই কেন্দ্রগুলি হল- হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও ব্যারাকপুর।
পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি (বিজেপি), রাহুল গান্ধি (কংগ্রেস), রাজনাথ সিং (বিজেপি), পীযূষ গয়াল (বিজেপি), লকেট চট্টোপাধ্যায় (বিজেপি), রচনা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)।
বাকি রইলো। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।