Prime Minister’s call to Sandeshkhali’s Rekha, Sandeshkhali’s protester Rekha is a BJP candidate
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মহিলাদের যে আন্দোলন হয়েছিল তাতে ওই গ্রামেরই মেয়ে রেখা পাত্রকে প্রতিবাদী রূপে দেখা যায়। কন্যা সন্তনাকে কোলে নিয়ে মিছিলেও হাঁটেন তিনি। সেই রেখা পাত্রকে রাজ্যেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসাবে তুলে ধরতে চায় বিজেপি।তাই লোকসভা নির্বাচনে বসিরহাটের প্রার্থী নির্বাচনে রেখার নাম উঠে আসে।গত রবিবার রাতে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, প্রার্থী হিসাবে নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেলেন রেখা। আর সেই ফোনেই মোদী ‘শক্তিস্বরূপা’ বলে রেখাকে সম্বোধন করেন। অনেক্ষন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয় রেখার। বিজেপির সদর অফিসে বসেই কথা হয়। হিন্দীতেই কথা বলেন রেখা। জানা যাচ্ছে, ভোটের প্রস্তুতি কেমন চলছে, সন্দেশখালিতে কী কী ঘটেছিল ? এই সব বিষয়ে জানতে চান মোদী। রেখা মোদীকে বলেন, শুধু সন্দেশখালিতেই নয়, গোটা বসিরহাটেই মা-বোনেদের উপরে নির্যাতন হয়েছে। দোষীদের কঠোর সাজা হওয়া দরকার বলে দাবি করে রেখা। প্রসঙ্গত, রেখাকে বিজেপি প্রার্থী করার পরে সন্দেশখালিতেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা যায়। এ প্রসঙ্গেও জানতে চান প্রধানমন্ত্রী। উত্তরে রেখা বলেন, তৃণমূলের চাপে কয়েক জন মহিলা সেটা করেছিলেন।বিজেপি সূত্রে জানা গিয়েছে, সবাইকে নিয়ে বসিরহাটে জয়ের লক্ষ্যে লড়াই করতে হবে বলে জানান রেখাকে।