Jilipi, chowmin, ice cream will be given to the voters if they vote in the morning
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ। আগামী শুক্রবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের ইনদওর জেলা প্রশাসন। সকাল সকাল ভোট দিতে গেলেই ভোটারদের দেওয়া হবে আইসক্রিম। তা-ও আবার বিনামূল্যে। খাবারের তালিকায় রয়েছে পোহা, জিলিপির পাশাপাশি চাউমিন, মাঞ্চুরিয়ানও। তবে বিনামূল্যে খাবার পাওয়ার জন্য রয়েছে বিশেষ শর্তও।
আগামী ১৩ মে মধ্যপ্রদেশের ইনদওরে রয়েছে ভোট। ২৫.১৩ লক্ষ ভোটারের নাম রয়েছে তালিকায়। এই বছরে ভোটদানের হার যেন আরও বৃদ্ধি পায় সে কারণেই বিশেষ ‘পুরস্কার’-এর ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলাশাসক আশিস সিংহ জানান, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ষাটোর্ধ্ব প্রার্থীদের পাশাপাশি যাঁরা প্রথম বার ভোট দিচ্ছেন তাঁদের বিনামূল্যে পোহা চাউমিন, মাঞ্চুরিয়ান এবং জিলিপি দেওয়া হবে। ইনদওরে যেকোনও নামী খাবারের দোকানে গেলেই এই ‘পুরস্কার’ পাওয়া যাবে। ভোট দেওয়ার পর কালির দাগ দেখালেই ভোটারদের বিনামূল্যে এই খাবার দেওয়া হবে। পোহা এবং জিলিপির সঙ্গে দেওয়া হবে আইসক্রিমও।