On the first day of the Lok Sabha elections, the voter turnout in Bengal was over 77%.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গরম উপেক্ষা করেই ভোট উৎসবে মাতল আম জনতা। তীব্র গরমেও পশ্চিমবঙ্গে ভোট দিলেন মানুষ। শুক্রবার পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রের ভোট ছিল। যার মধ্যে ছিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এই তিন কেন্দ্র উত্তর বঙ্গে হলেও সেখানে খুব একটা মোটেই ঠাণ্ডা পরে না। গরম প্রায় ৩৭ ডিগ্রির কাছাকাছি, কিন্তু সেখানেও ভোট পড়া নিয়ে সুখবর দিল ইলেকশন কমিশন। তিন কেন্দ্র মিলে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানাল কমিশন। শুক্রবার বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৫ শতাংশ, না এই প্রবল গ্রীষ্মে খুব কম নয়। বাকি ১ ঘন্টায় ভোট যোগ হলে শতাংশ ৮০ পেরিয়ে যেতে পারে, বলে মত রাজনৈতিকমহলের। কোচবিহার প্রথম থেকেই সকলের নজরে ছিল। বাকি আর কোথাও সেরকম অশান্তির খবর পাওয়া যায় নি।