Central forces should be sent before the polls, – Adhir’s comments sparked controversy
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি। শুধু বিজেপি একা নয়,এবার একই দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তিনি প্রস্তাব দিয়েছিলেন ভোট শুরুর আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক, বাংলার মানুষ পুলিশকে বিশ্বাস করে না। জোটের আবহে বহরমপুরের সাংসদের এহেন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ১ মার্চ প্রথম দফায় ১০০ কোম্পানি বাহিনী আসছে । বাকি ৫০ কোম্পানি পৌঁছবে মার্চ মাসের ৭ তারিখে। শোনা যাচ্ছে আগামী ৩ মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছেন। তার আগেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ঢুকে যাবে, এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এরই মাঝে তৃণমূলকে খোঁচা দিয়ে মন্তব্য করলেন অধীর। সাংবাদিকদের এদিন তিনি জানিয়েছেন, নির্বাচনের দু – এক আগে কেন্দ্রীয় বাহিনী আগে থেকে পাঠালে মানুষের মধ্যে সাহস আসবে। মানুষ পুলিশকে বিশ্বাস করে না। কারণ তারা জানে পুলিশ তৃণমূলের কথায় উঠবে আর বসবে। তাই কেন্দ্রীয় বাহিনী দরকার। প্রদেশ কংগ্রেস সভাপতির এই ধরণের মন্তব্যে ইন্ডিয়া জোটের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিজেপি ও কংগ্রেসের গলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে একই সুর চড়াও হওয়ায় ইন্ডিয়া জোটে অধীর বাবু উঠেছেন কাঁটা না হয়ে উঠবেন কি ?
,