The voting rate in Bengal is 75.66 percent till 5 pm.The voting rate in the country is 62.30 percent
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার, ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ দেশের মোট ৯৬টি কেন্দ্রে। জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যে ভোট। বিকাল ৫টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভাবে ৬২.৩০ শতাংশ ভোট পড়েছে।
বিকাল ৫টা পর্যন্ত রাজ্য ভোটদানের হার ৭৫.৬৬ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে বোলপুর। বিকাল ৫টা পর্যন্ত সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র। সেখানে পড়েছে ৭৭.৪৬ শতাংশ ভোট। এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে। ৫টা পর্যন্ত আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ৭৫.৬৬ শতাংশ ভোট পড়েছে।