The Election Commission has released the 18th Lok Sabha polls. Seven phase elections in Bengal.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ থেকে জারি নির্বাচনী আচরণ বিধি। বাংলায় সাত দফায় নির্বাচন। একনজরে দেখে নেওয়া যাক বাংলার কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট আছে।
প্রথম দফা ভোট : তারিখ : ১৯ এপ্রিল
কোথায় ভোট: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
দ্বিতীয় দফা ভোট: তারিখ: ২৬ এপ্রিল
কোথায় ভোট: দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট
তৃতীয় দফা ভোট: তারিখ: ৭ মে
কোথায় ভোট: মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
চতুর্থ দফা ভোট: তারিখ: ১৩ মে
কোথায় ভোট: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।
পঞ্চম দফা ভোট: তারিখ: ২০ মে
কোথায় ভোট: হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ
ষষ্ঠ দফা ভোট : তারিখ: ২৫ মে
কোথায় ভোট: পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর
সপ্তম দফা ভোট : তারিখ: ১ জুন
কোথায় ভোট: দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ
ভোট গণনা হবে ৪ঠা জুন