Rachna praised Hooghly’s Ghugni while campaigning, saying, ‘Better than home’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রচারে হুগলির দই খেয়ে মুগ্ধ হয়েছিলেন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবারের প্রচারে বেরিয়ে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ঘুগনি খেলেন এবং খাওয়ালেন কর্মীদের। ঘুগনি খেয়ে প্রশংসায় বললেন, বাড়ির চেয়েও ভাল।
বৃহস্পতিবার সকালে পাণ্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোটপ্রচারে যান রচনা। সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হয়। বেশ দাঁড়িয়ে পড়েন প্রার্থী। নিজে ঘুগনি খান, দলীয় কর্মীদেরও খাওয়ান।
এখানেই শেষ নয়, মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন। চাষী, ক্ষেত মজদুরদের কথা বলেন। হুডখোলা গাড়িতে গ্রামে প্রচার সারেন রচনা। রচনার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেট রচনার সমালোচনায় বলেন, রচনা রাজনীতিতে ‘অনভিজ্ঞ’। হেরে ফিরে যাবে দিদি নম্বর ওয়ানে। লকেট এর বক্তব্যের উত্তরে রচনা বলেন, রাজনীতিতে নতুন হলেও, কিন্তু মন থেকে রাজনীতিটা করব, আর মন থেকে যেটা করা হয়, সেখানেই জয়ী হওয়া যায়।