Why do I accept the objections of others to the use of World Cup pictures in the campaign? Yusuf Pathan’s counter attack on Congress
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রচারে সচিনের ছবি ব্যবহারে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে যায় কংগ্রেস। বহরমপুর লোকসভায় তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান তাঁর প্রচারে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করেন। যেখানে পাঠান সহ সচিন তেন্ডুলকার রয়েছেন। এই ছবি ব্যবহারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেস তথা অধীর রঞ্জন চৌধুরীকে পাল্টা জবাব দেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী দলের সদস্য ইউসুফ। তাঁর পাল্টা দাবি, বিশ্বকাপ আমি জিতেছি। সেই ছবি ব্যবহার করা নিয়ে অন্যের আপত্তি আমি মানবো কেন? পাঠান আরও বলেন, পরবর্তী কালেও ২২ গজে নিজের কৃতিত্ব ভোটারদের কাছে তুলে ধরতে পিছপা হবেন না তিনি।