lok sabha election 2024 irfan pathan may join lok sabha campaign for yusuf pathan
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার, ৯ মে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচারে আসছেন তাঁর ভাই এবং প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান। লোকসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বহরমপুর ৷ এই কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ময়দানে নামিয়েছে তাদের তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে ৷ ১৩ তারিখ বহরমপুরের নির্বাচন। ১১ মে ওই কেন্দ্রে শেষ প্রচার। তাই দাদাকে জেতাতে ভাই রোড শো করবেন বহরমপুরে।
বৃহস্পতিবার বহরমপুরে দাদার জন্য বিভিন্ন জায়গায় রোড শো করবেন ইরফান ৷ এমনটাই খবর ৷ বহরমপুরে ৯ তারিখ আসছেন ইরফান ৷ এই খবর জানিয়ে ট্যুইটও করেন কুণাল ঘোষ ৷ রেজিনগর, বেলডাঙায় রোড শো করতে পারেন তাঁরা। কিন্তু পুরো বিষয়টি এখনও নিশ্চিত নয়। কিছু জটিলতা রয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। সেই জট কাটানোর আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।