Trinamool did not make Shantanu Sen a Rajya Sabha candidate! But is he a candidate for the Lok Sabha elections? Strong speculation within the grassroots.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
শনিবার ১৭তম লোকসভা অধিবেশনের অন্তিম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রআসন্ন লোকসভা ভোটে ৪০০ বেশি আসনে জিতবে NDA। যেখানে বিজেপি একাই পাবে ৩৭০ আসন। লোকসভা অধিবেশনে এমনই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল মোদির গলায়। আবার সম্প্রতি বাংলায় এসে অমিত শাহও লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, এ রাজ্যে ৩৫টি আসন পাবে বিজেপি।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
লোকসভা ভোটের আগে নাগরিক সংশোধনী আইন CAA চালুর কথা বলেছেন, যা মতুয়া সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি। আর রবিবার তৃণমূলনেত্রীর মমতাবালাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে অনেকেরই মতুয়া ভোট ঘরে ফেরানোর ইঙ্গিত দেখছেন
রবিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে । সেই প্রার্থী তালিকায় নতুন চমক দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।তেমনি পাশাপাশি দীর্ঘ দিনের তৃণমূলের একনিষ্ট কর্মী নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে প্রার্থী পদ দেয়নি দল যা নিয়ে শুর হয়েছে জল্পনা।
দীর্ঘদিন রাজ্যসভার সদস্য থাকার অভিজ্ঞতা রয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন রাজ্য সভা সংসদ ডাক্তার শান্তনু সেনের। কিভাবে প্রশ্ন উত্তর পর্বে রাজ্যের কথা এবং দেশের কথা তুলে ধরা যায়।সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের অনেক বর্ষীয়ান নেতা হয়তো টিকিট পাবেন না তাদের বয়সজনিত সমস্যার কারণে। লোকসভায় শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রতিনিধি পেতে চায় তৃণমূল। সেটাকেই মূলত কাজে লাগাতে এবার লোকসভা ভোটে শান্তনু সেনকে প্রার্থী করতে চলেছে তৃণমূল বলে সূত্রের খবর।
ছাত্র রাজনীতি থেকে কলেজ রাজনীতি, পোড় খাওয়া তৃণমূল নেতা একদা কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে কাজের অভিজ্ঞ্যতা রয়েছে। বর্তমানে তার স্ত্রী চিকিৎসক কাকলি সেন তিনি কলকাতা পুরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিভিন্ন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। দল যে দায়িত্ব দিয়েছিল বারবার সেখানে সাফল্য পেয়েছেন শান্তনু বাবু। সংসদীয় রাজনীতিতে সাফল্যের মাপকাঠিতে তিনি একশোয় একশো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ডাক্তার শান্তনু সেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন নিয়ে আগামী সপ্তাতেই বৈঠকে বসতে চলেছে অভিষেক। বিভিন্ন জেলার নেতা-নেত্রীদের সাথেই এই বৈঠক করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তালিকা প্রস্তুতি শুরু করবেন এমনটাই তৃণমূল সূত্রের খবর।
তৃণমূলের প্রার্থীতালিকায় মমতাবালা ঠাকুর ছাড়া নিঃসন্দেহে বড় চমক বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ । সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে উচ্চ পদে কাজের পাশাপাশি তিনি একজন লেখক। ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর উপর তাঁর লেখা বই যথেষ্ট সমাদৃত। এছাড়া উদারপন্থা নিয়েও সাগরিকা ঘোষের লেখা বই রয়েছে।এছাড়া বিশিষ্ট সাংবাদিক-লেখক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী সাগরিকা।রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। এ বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। আগামীকাল রাজ্য বিধানসভায় মনোনয়নপত্র পেশ করবেন এই চারজন প্রার্থী।