Police force of Bengal is going to foreign countries for voting, said the commission
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বাংলায় যেমন বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী আসে, তেমনই এ রাজ্য থেকে পুলিশ যাবে ভিনরাজ্যে। মধ্য ও ছত্তীসগঢ়ে নির্বাচনের কারণে এ রাজ্যের পুলিশ যাবে এই দুই রাজ্যে। এমনটাই জানাল নির্বাচন কমিশন। সূত্রে খবর, আপাতত রাজ্য থেকে ১৫ কোম্পানি পুলিশ বাহিনী এবং তিনটি টিএসি দল যাবে এই দুই রাজ্যে।
আগামী ৮ এপ্রিল থেকেই ভোট সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত ২৩ মার্চ ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে চিঠিতে এ ব্যাপারে কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশে নির্বাচনের কাজে যাবে একটি টিএসি হেড কোয়ার্টার দল এবং পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী। মধ্যপ্রদেশের পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী যাবে দুর্গাপুর থেকে। ছত্তীসগঢ়ে যাবে দু’টি টিএসি দল এবং দশ কোম্পানি পুলিশ বাহিনী। ছত্তীসগঢ়ের জন্য ব্যারাকপুর থেকে পাঁচ কোম্পানি, উত্তর বঙ্গ থেকে একটি টিএসি দল এবং দুই কোম্পানি, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস থেকে এক কোম্পানি এবং কোলকাতা পুলিশের একটি টিএসি দল ও দুই কোম্পানি পুলিশ যাবে ভোটের কাজের জন্য।