4 district commissioners of Bengal were changed after the announcement of the election day
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই প্রথমে বাংলা রাজ্য পুলিশের ডিজি বদল এরপর কোপ পড়লো জেলাশাসকদের ওপর। রাজ্যের চার জেলার জেলাশাসক বদল করল জাতীয় নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম। তবে শুধু বাংলা একা নয়, আরও তিন রাজ্যের পুলিশ সুপার এবং জেলাশাসক বদল করল কমিশন। তালিকায় কোন কোন রাজ্য রয়েছে ? দেখে নেওয়া যাক।
বিজেপিশাসিত গুজরাট – এর ছোটা উদয়পুর এবং আহমেদাবাদের গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার বদল করা হয়েছে।
আপশাসিত পাঞ্জাব – এর পাঠানকোট, ফাজিলিকা, জলন্ধর (গ্রামীণ), মালেরকোটলা জেলার এসএসপি বদল করা হয়েছে।
বিজেডিশাসিত ওড়িশা – এর ঢেনকানল জেলার জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে।