Lok Sabha elections start on Friday, the first day of examination is in Nitin, Kiren
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু লোকসভা নির্বাচন। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের কেন্দ্র সরকার গড়ার পথ চলা। আরো একবার নরেন্দ্র মোদি, নাকি খেল দেখাবেন রাহুল গান্ধী , উত্তর মিলবে জুন মাসের প্রথম সপ্তাহে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন কেন্দ্রে শুক্রবার ভোটের ময়দানে নামছেন তারকারা। নাগপুর – মহারাষ্ট্র কেন্দ্র থেকে শুক্রবার নির্বাচনের ময়দানে পরীক্ষা দেবেন নীতিন গাডকড়ি। অরুণাচল পশ্চিম কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। অসমের যোরহাট কেন্দ্র থেকে শুক্রবার ভোটের ময়দানে করবেন কংগ্রেসের গৌরব গগৈ। এছাড়াও ডিএমকের হয়ে চেন্নাই সেন্ট্রাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হেভিওয়েট নেতা দয়ানিধি মারান।এছাড়াও পশ্চিমবঙ্গে গত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে লড়বেন।