Munish Tamang will contest as Congress candidate in Darjeeling Lok Sabha seat with hand sign
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অজয় এডওয়ার্ডস নাকি বিনয় তামাং কে হবেন কংগ্রেস প্রার্থী? সেই জল্পনার অবসান ঘটলো। দার্জিলিংয়ে প্রার্থী ঘোষণা কংগ্রেসের।দার্জিলিং লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসাবে হাত চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুনিশ তামাং। দিন কয়েক আগে অজয় এডওয়ার্ডের সঙ্গে দিল্লিতে এআইসিসি দপ্তরে গিয়ে কংগ্রেসে যোগ দেন মুনিশ। পাহাড়ের বেশ কয়েকটি গোর্খা সংগঠনের সংযুক্ত মঞ্চ ভারতীয় গোর্খা পরিসঙ্গের শীর্ষনেতা মুনিশ। দার্জিলিংয়ের ভূমিপুত্রকে প্রার্থী করে চমক দিল হাত শিবির। একই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, পাহাড়ে বাম-কংগ্রেস জোটের তরফে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেসই। মাস কয়েক আগেই জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছেন অধীর চৌধুরী। শোনা যায়, তাঁকে দলের তরফে লোকসভার টিকিট দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন অধীর। গত কয়েক মাস ধরেই পাহাড়ে সেই জল্পনা ছিল।
মুনিশ তামাং প্রার্থী হওয়ায় বিনয় তামাংয় ঘোষণা করেছিলেন, অজয় এডওয়ার্ড বা মুনিশ তামাংকে প্রার্থী করা হলে তিনি সমর্থন করবেন না। এদিকে বিমল গুরুংও জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিকে সমর্থন করবেন। ফলে সব মিলিয়ে মুনিশের লড়াইটা বেশ কঠিন।