‘Bhoomiputra Chai, no outsider,’ posters in Srirampur against locket
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। আর দেরি নেই। নির্বাচনকে এখন পাখির চোখ করে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। মসনদে কে বসবে সেটায় এখন দেখার। তবে এই পরিস্থিতিতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল দেখা দিল হুগলিতে। বুধবার সাত সকালে শোরগোল পড়ে গেছে শ্রীরামপুরে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ গোটা শহর। পোস্টারে কি লেখা আছে? পোস্টারে লেখা রয়েছে লোকসভা ভোটে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। বহিরাগত-পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে চাই না।
লোকসভা ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। গত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পাঁচজন মহিলা প্রার্থী ভোটে দাঁড়িয়ে ছিলেন। তার মধ্যে জয়লাভ করেছিল হুগলিতে লকেট চট্টোপাধ্যায় এবং রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী। দেবশ্রী মন্ত্রী হয়েছিলেন। কিন্তু পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এবার হুগলির সাংসদ লকেটের বিরুদ্ধে এলাকায় তৈরি হয়েছে অসন্তোষ-ক্ষোভ। তাঁর বিরুদ্ধে বুধবার সকালে দেখা যায় এলাকাজুড়ে পোস্টার। ছয়লাপ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের বিতর্কিত নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত শ্রীরামপুর। এই পোস্টারের নেপথ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনও হাত রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।