Local trains canceled on Sealda line from 18th April to 7th May
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টানা ২০ দিন শিয়ালদা লাইনে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। ১৮ই এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত টানা ২০ দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য বাতিল থাকবে লোকাল ট্রেন। ফলে ফের একবার যাত্রী ভোগান্তির সময় আসতে চলেছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদমের ৫ নম্বর প্ল্যাটফর্মে আধুনিকীকরণের কাজ চলবে। তার জন্যই ২০ দিন ধরে বন্ধ থাকবে রেল পরিষেবা। যাত্রী ভোগান্তি নিয়ে আগাম ক্ষমা চেয়েছে পূর্ব রেল। কোন কোন ট্রেন বাতিল থাকবে দেখে নিন:-
•৩০৩২২ হাসনাবাদ-বিবাদি বাগ, •৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট, •৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ, •৩৩২৮২ হাসনাবাদ-দমদম, •৩০৩৫১ এবং •৩০৩১৩ মাঝেরহাট-বারাসত, •৩৩৩১১ বারাসত-হাসনাবাদ, •৩০১৪৫ বিবাদি বাগ-কৃষ্ণনগর সিটি, •৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম, •৩৩২৩১ দমদম-ব্যারাকপুর, •৩৩২৩২ ব্যারাকপুর-দমদম, •৩৩২৭১ দমদম-গোবরডাঙা লোকাল। এছাড়াও বাতিল হবে, •৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ, •৩০৩৩২ হাবরা-মাঝেরহাট, •৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর, •৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ, •৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা লোকাল। •৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট, •৩৩৪২৫ শিয়ালদহ-বারাসত, •৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর, •৩০১১৬ ব্যারাকপুর-বিবাদি বাগ, •৩০১১৩ বিবাদি বাগ-ব্যারাকপুর