A letter from the Sangrami Joutho Mancha to the militery, demanding a sit-in against the Chief Minister’s Dharna Mancha
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : এক বছরের বেশি সময় প্রাপ্য বকেয়া ডিএ মেটানোর দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা । ১৪ দিন ধরে চলছে লাগাতার অনশন। এ বার মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের উলটো দিকে তাদের দাবি নিয়ে ধরনায় বসার আবেদন করে সেনাবাহিনীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।৩৭২ দিনে পা দিল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ। ৩০৭ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রসাশনের তরফে কোনও আশ্বাস দেওয়া হয়নি। তাই এবার বিক্ষোভের আঁচ বাড়াতে সেনাকে চিঠি সরকারি কর্মীদের।
বকেয়া মহার্ঘ্য ভাতা সহ স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি জানিয়ে শহীদ মিনারের সামনে ৩৭২ দিন ধরে বিক্ষোভ করে আসছে সরকারি কর্মীরা। অন্যদিকে, কেন্দ্রের থেকে বকেয়া না পাওয়ায় আজ মুখ্যমন্ত্রী আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন । একইভাবে এই পরিস্থিতিতে তাঁদের বকেয়া মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রীর মুখোমুখি আন্দোলনে বসতে চেয়েছেন ডিএ আন্দোলনকারীরা । আর সে জন্যই চিঠি দিয়ে সেনার জায়গায় বসার অনুমতিও চেয়েছেন আন্দোলনকারীরা ।তবে সেনার পক্ষ থেকে এখনও কোনও উত্তর মেলেনি।